Custom Error Handling
আমরা ইতিমধ্যে built-in error & exception সম্পর্কে জেনেছি এবং কিভাবে এসব এরর-একসেপশন হ্যান্ডেল করতে হবে সেগুলো শিখেছি। তবে , মাঝে মাঝে আমাদের নিজেদেরকেও একসেপশন তৈরী করা লাগতে পারে। যেমন ধরেন , আপনি ক্লাস ৫ এর বাচ্চাদের নামের লিস্ট আছে। এখন একটা ইনপুট এ ইউজার থেকে নাম নেয়ার ব্যবস্থা করলেন। কিন্তু সব স্ট্রিং ই আপনি একসেপ্ট করবেন না, শুধু মাত্র ওই ক্লাস ৫ এর বাচ্চাদের নামের লিস্ট এ যেইসব নাম রয়েছে , তেমন স্ট্রিং ই রিসিভ করবেন। কিন্তু পাইথন তো আর আলাদাভাবে স্ট্রিং পার্থক্য করে নিজে থেকে একসেপশন দিবে না। এইরকম , জায়গা গুলোতে আমরা নিজেদের তৈরী একসেপশন ব্যবহার করবো। কঠিন লাগতে পারে, তবে উদাহরণ দিলে ব্যাপারটা আরো ভালোভাবে পরিষ্কার হবে।
def vote(age): if age <18: raiseValueError("Age should at least 18") print("You can vote")
vote ফাংশন এ একটা প্যারামিটার রাখছি , যেখানে ১৮ এর নিচে কোন ভ্যালু আসলে , ValueError দিবে, কিন্তু এরর মেসেজ (Age should at least 18) হবে আমাদের জেনারেট করা । এভাবেই custom error raise করে ।
আবার ValueError একটা বিল্ট-ইন এক্সসেপ্সন। আমরা চাইলে নিজেদের তৈরী (custom) এক্সসেপশন দেখতে পারি। কিভাবে করবো , তার একটি নমুনা কোড নিচে দেখা যাক ।
# Create an empty class that would inherit any of the buil-in Exception classcustom_exception(ValueError): pass defvote(age): try: if(age<18): raisecustom_exception("Can not vote") print("You can vote") except custom_exception as e: print(e) vote(25) vote(11)
You can vote Can not vote
খুবই সহজ। শুধু মাত্র একটি ক্লাস তৈরী করবো , যেটি বিল্ট-ইন কোন এক্সসেপ্সন কে ইনহেরিট করবে ( আমরা এখানে ValueError কে ইনহেরিট করেছি ) . এরপর ৮ নাম্বার লাইনে , আমাদের এক্সেপশন রেইজ করেছি।
উদাহরন
উদাহরণ ১
custom exception একটি উদাহরণ দেখা যাক যেখানে আমরা সিম্পুল custom exception ক্লাস তৈরি করে তা raise করছি ।
classCustomException(Exception): "" my custom exception class "" try: raiseCustomException('This is my custom exception') except CustomException as ex: print(ex)
This is my custom exception
উদাহরণ ২-
আমরা তো জানি যে কোন কিছু পরিমাপ বা টাকা গুনার ক্ষেত্রে কখন নেগেটিভ হয় নাহ । এই সব ক্ষেত্রে ইউজার যদি কোন ভাবে যদি নেগেটিভ ইনপুট দিয়ে দেয় তবে আমরা custom exception মাধ্যমে ইউজার এর ভুল হয়েছে তা বলতে পারবো.
class NegativeError(Exception): def__init__(self, data): self.data = data try: x = int(input("Enter a number between positive integer: ")) if x <0: raiseNegativeError(x) except NegativeError as e: print(f"You provided {e}. Please provide positive integer values only")
Enter a number between positive integer: -30 You provided -30. Please provide positive integer values only
উদাহরণ ৩
ধরে যে আমাদের কোম্পানি তে একটি জব অফার দিলে এবং তাতে বলে দেওয়া হলো যে তাদের অই পজিশন এর জন্য বেতন রেজ্ঞ হচ্ছে ৫০০০-১৫০০০ । এবং যারা অই পজিশন এর জন্য আবেদন করবে তাদের সাম্ভাব্য কত বেতন পেলে তা বলে দিতে দেওয়া হলো । আমরা নিজেদের মত custom এক্সসেপশন তৈরি করে যা দিয়ে আমরা বলতে আবেদনকৃত ব্যাকটি এই পজিশনের জন্য উপযুক্ত কিনা
classSalaryNotInRangeError(Exception): def__init__(self, salary, message="Salary is not in (5000, 15000) range"): self.salary = salary self.message = message super().__init__(self.message) def__str__(self): return f'{self.salary} -> {self.message}' salary = int(input("Enter salary amount: ")) ifnot5000< salary <15000: raiseSalaryNotInRangeError(salary)
Enter salary amount: 30000 __main__.SalaryNotInRangeError: 30000 –> Salary is not in(5000, 15000) range
উদাহরণ ৪
আমাদের একটি কাজ করবো ম্যারেজ সাইট বানানো যে সাইট অবশ্যই আমাদের প্রথম চেক করতে হবে পাত্র/ পাত্রী বিয়ের বয়স হয়েছে কিনা । এই জন্য চলেন আমরা custom এক্সসেপশন তৈরি করি যা দিয়ে আমরা খুব সহজে বলতে পারবো অই জন বিবাহযোগ্য পাত্র/পাত্রী কিনা ।
# অই ব্যাক্তির বিবাহ বয়স হয়েছে কিনা তার জন্য custom exception তৈরি করলাম classTooYoungException(Exception): def__init__(self, arg): self.msg=arg # অই ব্যাক্তির বিবাহ বয়স পার হয়ে গেছে কিনা তার জন্য custom exception তৈরি করলাম classTooOldException(Exception): def__init__(self, arg): self.msg=arg age=int(input("Enter Age: ")) if age>60: raiseTooOldException("Your age already crossed marriage age…no chance of getting marriage") elif age<18: raiseTooYoungException("Plz wait some more time you will get best match soon!!!") else: print("You will get match details soon by email!!!")
ইনপুট | আউটপুট |
---|---|
78 | [strong] main [/strong].TooOldException: Your age already crossed marriage age…no chance of getting marriage |
16 | [strong] main [/strong].TooYoungException: Plz wait some more time you will get best match soon!!! |
25 | You will get match details soon by email!!! |
উদাহরণ ৫
আমরা এখন একটি তাপমাত্রা ক্যালকুলেট করার ফাংশন তৈরি করবো যা দিয়ে আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াস এ কনভার্ট করবো । কিন্তু আমরা জানি যে ফারেনহাইট রেজ্ঞ ৩২- ২১২ ভিতর থাকে । এর বাইরে ইনপুট দিলে আমরা custom এক্সসেপশন তৈরি করি ইউজার কে বলে দিতে পারবো যে আপনি ভুল ইনপুট দিয়েছেন ।
classFahrenheitError(Exception): min_f = 32 max_f = 212 def__init__(self, f, *args): super().__init__(args) self.f = f def__str__(self): return f'The {self.f} is not in a valid range {self.min_f, self.max_f}' def fahrenheit_to_celsius(f: float) –> float: if f FahrenheitError.max_f: raiseFahrenheitError(f) return(f – 32) * 5 / 9 f = input('Enter a temperature in Fahrenheit:') try: f = float(f) except ValueError as ex: print(ex) else: try: c = fahrenheit_to_celsius(float(f)) except FahrenheitError as ex: print(ex) else: print(f'{f} Fahrenheit = {c:.4f} Celsius')
Enter a temperature in Fahrenheit:10 The 10.0 is not in a valid range(32, 212)
এসো নিজে করি
- কিছু ইউজারনেমসহ একটি লিস্ট থাকবে । এরপর কনসোল থেকে ইউজার ইনপুট নিবেন, যদি ইনপুট স্ট্রিং যদি আপনার লিস্টের ইউজারনেম এর সাথে না মিলে তাইলে "Already Login" এই এরর মেসেজ দেখাবেন ।
- একটি ডিকশনারিতে কয়েকটা কি থাকবে ,কিন্তু আপনি ইউজার কে কয়েকটা key প্রিন্ট করতে দিবেন না , যদি প্রিন্ট করতে চান তাইলে এরর দিবে "Sorry can not access!"
- একটি custom exception লিখবেন যা মাধ্যমে ইউজার কে সর্তক করতে পারবো যে শুধু জোড় নাম্বার ইনপুট হিসাবে দেই । কারণ আমাদের এই প্রোগ্রাম জোড় নাম্বার আর কিছু বুজবে নাহ । দেখেন আবার ইনপুট স্টিং দিয়ে দেই নাহ যেনো কোন ইউজার ।
- আমরা একটু চেষ্টা করি যে custom exception মাধ্যমে কোন ইউজার অধিবর্ষ বা লিপ ইয়ার বাদে অন্য কোন বছর দিলে তা আমরা ভুল ইনপুট হিসাবে গণ্য করবে । আশা করি আমরা সবাই জানি লিপ ইয়ার কি ? আর যদি না জানি তবে প্রব্লেম নেই আমরা গুগল করে খুব সহজে জানতে পারবো লিপ ইয়ার কি এবং কোন কোন বছর গুলো লিপ ইয়ার ।
- আসলে আমাদের অ্যারের আবদার যে সে প্রাইম নাম্বার ছাড়া আর অন্য কিছু তার কাছে রাখবে নাহ । এখন আমরা ইচ্ছা করলে অই অ্যারে তে যা ইচ্ছা তাই রাখতে পারবো অ্যারে তে পাইথনের হিসাবে । এই কাজ করলে অ্যারে মুখে কিছু বলতে পারবে নাহ কিন্তু মনে মনে খুব ই কষ্ট পাবে । আমরা চাচ্ছি নাহ আমাদের এই কোড অই অ্যারে কে কষ্ট দেবার । তাই আমরা custom exception মাধ্যমে চেষ্টা করবে যে শুধু প্রাইম নাম্বার ই ঐ অ্যারে তে রাখার অন্য কোন নাম্বার আসলে অই নাম্বারকে ছোট একটা warning দিয়ে pass করে দিবে ।
ইন্টারভিউ প্রশ্নোত্তর
গুরুত্বপূর্ন প্রশ্নসমুহ
- আপনি যদি নিজের কোন এরর জেনারেট করতে চান , তাহলে কোন keyword লিখতে হবে ?
- custom exception বলতে আপনি কি বুঝেন ?
- custom error generate করার সুবিধা কি ?
- base exception ক্লাস এবং exception ক্লাস ভিতর পার্থক্য কি ?
- custom exception বাদে আমরা অন্য কোন ভাবে এরর গুলোকে হ্যান্ডেল করতে পারবো এবং পারলে কিভাবে সম্ভব ?