Vivasoft-logo

JSON with Python

JSON = JavaScript Object Notation
JSON জনপ্রিয় ডেটা ফর্ম্যাট যা স্ট্রাকচার্ড ডেটা উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। 
API (

A

pplication 

P

rogramming 

I

nterface) 
এ Data transfer/store/respresent করার জন্য 

JSON

 খুবই জনপ্রিয়। 
এই সেশনে আমরা দেখবো , কিভাবে পাইথন দিয়ে 

JSON

 হ্যান্ডেল করতে পারি পারি ।

JSON to Python Dictionary

পাইথনে আমরা json data কে dictionary তে পরিবর্তন করার  জন্য  json module এ loads ফাংশন ব্যবহার করে থাকি । নিচে একটা উদাহরণ দেখা যাক –

 
 
 
import json
 
json_data = ‘{“language” : “python”,”organization” : “vivasoft”}’
 
convert_into_dictionary = json.loads(json_data)
 
print(convert_into_dictionary)
 
# Output
# {“language”: “python”, “organization”: “vivasoft”}
 

Python Dictionary to JSON

পাইথনে আমরা dictionary কে json data তে পরিবর্তন করার জন্য json module এ dumps ফাংশন ব্যবহার করে থাকি । নিচে একটা উদাহরণ দেখা যাক –

 
 
 
import json
 
some_data = {
“name” : “vivasoft”,
“is_active” : True,
“branches” : None,
“people” : 100
}
 
json_data = json.dumps(some_data)
 
print(json_data)
 
# Output
# {“name”: “vivasoft”, “is_active”: true, “branches”: null, “people”: 100}
 
 কিছু ব্যাপার লক্ষ্যণীয়
JSON SyntaxPython Syntax
null
None
true
True
false
False
  • Example-1

    ডিকশনারি থেকে জেসন

     
     
     
    import json
     
    # dictionary
    person ={
    “name”:“Esre”,
    “age”: 40,
    “salary”: 89000
    }
     
    # conversion to JSON done by dumps() function
    json_data = json.dumps(person)
     
    # printing the output
    print(json_data)
     

    Example -2

    জেসন স্ট্রিং থেকে ডিকশনারি

     
     
     
    import json
    some_json_string = “””
    {
    “programmar”: {
    “name”: “Shafiul Tareq”,
    “company”: “Vivasoft Ltd”,
    “alma-matter”: [
    {
    “university”: “SUST”,
    “location”: “Sylhet”
    }
    ]
    }
    }
    “””
    data = json.loads(some_json_string)
    print(data[“programmar”][“name”]) # Shafiul Tareq
     

    Example -3

    ডিকশনারি জেসন ফাইল এ লিখা

     
     
     
    import json
    data = {
    “Language”: {
    “name”: “Bangla”,
    “countries”: [“Bangladesh”, “India”]
    }
    }
    with open(“api_data.json”, “w”) as write_file:
    json.dump(data, write_file)
     

    Example-4

    জেসন ফাইল থেকে ডাটা এনে ডিকশনারি তে বানানো [ ফাইল হ্যান্ডলিং সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে ]

     
     
     
    import json
     
    with open(“api_data.json”, “r”) as read_file:
    data = json.load(read_file)
     
    print(data)
     

    Example-5

    এপিআই কল দেয়া

     
     
     
    import requests
    import json
     
    req = requests.get(‘https://jsonplaceholder.typicode.com/todos/1’)
    data = json.loads(req.content)
    print(type(data)) # <class ‘dict’>
  • অনুশীলনঃ
    • একটি json data কে dictionary তে পরিণত করুন
    • এই dictionary তে পছন্দমত দুইটি key add করে , সেটি কে JSON এ convert করুন।
    • ” https://jsonplaceholder.typicode.com/posts ” এপিআই কল করুন , এবং কনটেন্ট আনুন 
    • উপরের এপিআই টি কল দেয়ার পর কন্টেন্ট কোনো জেসন ফাইলে লিখুন পাইথন দিয়ে
    • উপরের এপিআই টি কল দেয়ার পর শুধু “body” নামের Key গুলি প্রিন্ট করুন 
  •  json.loads() এবং json.load() এর মধ্যে পার্থক্য কি ?
  •  JSON কি ?
  •  JSON এবং python dictionary এর মধ্যে পার্থক্য কি ?
  • JSON কোথায় কাজে লাগে ?
  • json.dump() এবং json.dumps() এর মধ্যে পার্থক্য কি ?
  •