Vivasoft-logo

১.৪ প্রথম পদক্ষেপ – কমান্ড লাইন

কমান্ড লাইন

গিট নানা ভাবে ব্যাবহার করা যায়। এটি ব্যবহারের মৌলিক পদ্ধতি হল কমান্ড লাইন, পাশাপাশি আধুনিক গ্রাফিকাল ইউজার ইন্টারফেসও আছে। এখানে আমরা কমান্ড লাইন পদ্ধতি ব্যাবহার করবো। কারন একমাত্র কমান্ড লাইন ব্যাবহার করেই আপনি গিটের সবগুলো কমান্ড চালাতে পারবেন। সহজতার জন্য অধিকাংশ গ্রাফিক্স ইন্টারফেস গিটের অল্পকিছু ফাংশনালিটি নিয়ে কাজ করে। কমান্ড লাইনে যদি আপনার ভাল দখলে থাকে, গ্রাফিক্স ইন্টারফেস আপনার কাছে সহজ মনে হবে। কিন্তু যদি গ্রাফিক্স ইন্টারফেস থেকে কমান্ড-লাইনে আসতে চান, ব্যাপারটা ততটাই কঠিন। তাছাড়া, আপনি যদি গ্রাফিক্স ইন্টারফেস ব্যাবহার করার সিদ্ধান্ত নেন তাহলেও কমান্ড-লাইন টুল স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাবে।

আশা করি ম্যাকওএসের জন্য টার্মিনাল বা কমান্ড প্রম্প্ট কিংবা উইন্ডোজের জন্য পাওয়ার শেল কিভাবে চালাতে হয় সেটা আপনার জানা আছে। যদি তা জানা না থাকে, অনুরোধ করবো গিট শেখা কিছুক্ষনের জন্য বিরতি দিয়ে আপনি কমান্ড প্রম্প্ট অথবা পাওয়ার শেলের উপর একটু ঘাটাঘাটি করে তারপর আবার ফিরে আসুন।