Vivasoft-logo

১০.৯ সারাংশ

সারসংক্ষেপ:

আপনার এখন থেকে Git ব্যাকগ্রাউন্ডে কি করে এবং কিভাবে করে তার সম্পর্কে খুব ভালো ধারণা থাকা উচিত। এই অধ্যায়ে প্লাম্বিং কমান্ড সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে —লো লেভেল এবং পোরসেলেইন কমান্ড সম্পর্কে বইয়ের বাকি অংশে আপনি শিখছেন।লো লেভেলে গিট কিভাবে কাজ করে তা বুঝার ফলে- এটি কেন করছে, কিভাবে করছে তা বুঝা অপেক্ষাকৃত সহজ হয়েছে এবং নিজের জন্য নিজেই স্ক্রিপ্ট রেডি করে নির্দিষ্ট একটা ওয়ার্কফ্লো তৈরি করতে পারবেন।

কন্টেন্ট এড্রেসেবল ফাইল সিস্টেম হিসেবে গিট খুব শক্তিশালী যা খুব সহজে ব্যবহার করা যায়।আমরা আশা করি, গিট ইন্টার্নাল সম্পর্কে আপনার প্রাপ্ত নতুন জ্ঞান এবং টেকনোলজি ব্যবহার করে নিজের দুর্দান্ত কিছু এপ্লিকেশন তৈরি করতে পারবেন এবং গিট ব্যবহারে আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দবোধ করবেন।