Properties of list (লিস্টের প্রপার্টিজ)

লিস্টের প্রয়োজনীয় কিছু প্রপার্টিজ নিয়ে নিচে আলোচনা করা হলঃ

লিস্ট এর দৈর্ঘ্য জানার জন্য list.length লিখতে হয়। যেমনঃ

var list = [1, 2, 3];
print(list.length); // Output: 3
 

একটি লিস্ট খালি নাকি খালি না, তা জানতে হলে isEmpty এবং isNotEmpty দিয়ে জানা যায়।

var list = ['Red', 'Green', 'Blue'];
print(list.isEmpty); // Output: false
print(list.isNotEmpty); // Output: true
 

লিস্টের প্রথম অথবা শেষের আইটেম পেতে চাইলে first অথবা last প্রপার্টি ব্যাবহার করা যায়।

var list = ['Red', 'Green', 'Blue'];
print(list.first); // Output: Red
print(list.last); // Output: Blue
 

লিস্টকে উলটো করার জন্য reversed প্রপার্টি ব্যাবহার করা যায়।

var list = ['Red', 'Green', 'Blue'];
print(list.reversed); // Output: (Blue, Green, Red)