Vivasoft-logo

String Concatenation (স্ট্রিং সংমিশ্রণ)

আমরা ইতিমধ্যেই জানি যে প্লাস (+) অপারেটর ব্যবহার করে স্ট্রিংকে সংযুক্ত করা যেতে পারে। সংমিশ্রণের অন্যান্য উপায়গুলি নীচে দেখানো হল:

সংলগ্ন আক্ষরিক স্ট্রিং স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়:

কয়েকটি আক্ষরিক স্ট্রিং পাশাপাশি লেখলে সেগুলো সংযুক্ত হয়ে একটি স্ট্রিং এর মত আচরণ করে ।

const string = 'Dart ''is '"fun!";
print(string); // Output: 'Dart is fun!'
 

Interpolation (ইন্টারপোলেশন):

স্ট্রিং এর মাঝে variable থেকে মান বসানোর জন্য $ চিহ্ন ব্যাবহার করতে হয় । Expression এর ক্ষেত্রে ${} ব্যাবহার করতে হয় ।

const text = 'Bangla';
print('$text has ${text.length} letters'); // Output: Bangla has 6 letters