কমেন্ট
আমরা প্রোগ্রামিং করার সময় যদি কোন জটিল হিসাব বা কোন জটিল প্রসেস নিয়ে কাজ করি তখন সে সম্পর্কে কিছু কথা কোডের আশে পাশে লেখার প্রয়োজন অনুভব করি। কমেন্ট হলো সেসব কথা যা প্রোগ্রামের মধ্যে থাকে কিন্তু কোড চালানোর সময় সংকেত দেয় না বা কম্পাইলারের কাছে কোড হিসেবে বিবেচ্য হয় না। কমেন্টিং প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় একটা অংশ। এটি দুই প্রকারের হয়ে থাকে:
Single line comments
এই ধরনের কমেন্ট এক লাইনের মধ্যে থাকে। আমরা যদি এক লাইনে একটি কমেন্ট লিখতে চাই তবে লাইনের শুরুতে // দিয়ে তারপর লিখতে পারি। উদাহরণস্বরূপ, উদাহরণ:
// এই লাইনে কোনো কোড চলছে না। int a = 10;
Multiline Comments
আমরা যদি এমন কমেন্ট লিখতে যাই যেখানে একাধিক লাইনের প্রয়োজন হয় তখন আমরা মাল্টিলাইন কমেন্ট লিখবো। লেখার শুরুতে /* এবং শেষে */ দিয়ে মাল্টিলাইন কমেন্ট লিখা হয়। এর মধ্যে যেকোনো লেখা লিখা যায়। উদাহরণস্বরূপ,
/* এই কমেন্ট বহু লাইনে থাকে। এর মধ্যে এক বা একাধিক লাইন লিখা যায়। */ int a = 10;
Documentation Comments
এই ধরণের কমেন্ট প্রোগ্রামের ডকুমেন্টেশন তৈরি করার জন্য ব্যবহৃত হয়। কোন জটিল ক্লাস বা মেথড এর ব্যাবহার কোথায়, কেন এবং কিভাবে করা হবে এগুলোই ডকুমেন্টেশনে উদাহরন সহ লেখা হয়। প্রতি লাইনের শুরুতে /// দিয়ে এ ধরনের কমেন্ট লিখা হয়। উদাহরণস্বরূপ,
/// এই ফাংশনটি দুটি সংখ্যা যোগ করে। int add(int a, int b) { return a + b; }