Vivasoft-logo

ক্যাসকেড নোটেশন

দুটি কোড স্নিপেটের মধ্যে তুলনা দিয়ে শুরু করা যাক।

var paint = Paint();
paint.color = Colors.black;
paint.strokeCap = StrokeCap.round;
paint.strokeWidth = 5.0;
 

এই কোড স্নিপেটটি আমরা নীচের মত আবার লিখতে পারি:

var paint = Paint()
..color = Colors.black
..strokeCap = StrokeCap.round
..strokeWidth = 5.0;
 

ক্যাসকেড আপনাকে অপারেশনের একটি ক্রম করার জন্য যাতে করে আপনার কোন টেম্পোরারি ভ্যারিয়েবল তৈরি করা না লাগে সেটিতে সাহায্য করে। এটি আপনাকে আরও পরিষ্কার কোড লিখতে সহায়তা করে।