Vivasoft-logo

ডার্ট প্রোগ্রামিং – ইউনিট টেস্টিং

ইউনিট টেস্টিং এর সাহায্যে একটি অ্যাপ্লিকেশনের প্রতিটি পৃথক ইউনিট টেস্ট করা হয়।কমপ্লেক্স অ্যাপ্লিকেশনের ছোট ছোট অংশ আমরা এর সাহায্যে টেস্ট করতে পারি পুরো অ্যাপ্লিকেশানটাকে রান না করেই।

ইউনিট টেস্টিং এর জন্যে ডার্টে test নামের একটি এক্সটারনাল লাইব্রেরি আছে। আমরা এই লাইব্রেরি দিয়ে কিভাবে ইউনিট টেস্টিং লিখতে হয় সেটা ধাপে ধাপে দেখব।

  • ধাপ ১ঃ test প্যাকেজ প্রোজেক্টে যেভাবে অ্যাড করতে হয়

প্রথমে আমরা pubspec.yaml ফাইলে নিচের মত করে test প্যাকেজ অ্যাড করব।

dependencies:
test:
 

তারপর আমরা get dependencies এ প্রেস করে প্যাকেজটি ইন্সটল করে নিব।

  • ধাপ ২ঃ import করব যেভাবে

আমরা আমাদের কোডের যে ফাইল গুলিতে টেস্ট কোডে লিখব সেখানে নিচের মত করে import করব

import "package:test/test.dart";
 
  • ধাপ ৩ঃ যেভাবে tests লিখব

আমরা শুরতে নিচের syntax টা দেখি।

test("Description of the test ", () {  
expect(actualValue , matchingValue)
});
 

এখানে আমরা test নামে একটা top-level ফাংশন দেখতে পাচ্ছি। description এ আমরা কি টেস্ট করব সেটা লিখে দিব যাতে অন্য কেও কোড রিড করে বুঝতে পারে। expect ফাংশন দিয়ে আমরা assertion এর কাজ করব।

কিছু ক্ষেত্রে আমরা এমন চাইতে পারি যে রিলেটেড টেস্টগুলি একটি গ্রুপের মধ্যে থাকবে। এজন্যে আমরা নিচের মত করে group syntax ইউজ করব।

group("some_Group_Name", () {
test("test_name_1", () {
expect(actual, equals(expected));

});  
test("test_name_2", () {
expect(actual, equals(expected));
});
})
 

যখন আমরা ইউনিট টেস্ট লিখি সেটাকে তিন অংশে ভাগ করে নিতে পারি। এটাকে অনেকটা টেস্টিং কোড কনভেনশন বলা যেতে পারে। এগুলা হচ্ছে arrange , act এবং assert । নিচের উদাহরন গুলিতে আমরা কোডে কমেন্ট করে দিব।